মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা

সেখ সামসুদ্দিন, ২১ জুনঃ মেমারি ১ ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অতনু নায়েক, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পূর্ব বর্ধমান জেলার কনভেনার অমিত দাস, পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সদস্য, শিক্ষক সংগঠনের সদস্যবৃন্দ এবং কৃতি ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন অনুভা নাড়ু মেমারি ১ ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কৌশিক মল্লিক জানান ব্লক পৌর এলাকার বিদ্যালয়গুলির প্রথম স্থানাধিকারী প্রায় ৪০ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। তবে এবারে মেমারি বিধানসভা এলাকায় জন্ম অথচ পড়াশোনা করেছে বাইরে নামী কোন বিদ্যালয় থেকে সেই সকল কৃতি ছাত্র-ছাত্রীদেরও সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এছাড়াও মেমারি এলাকার একমাত্র প্রতিবন্ধী ছাত্র জগন্নাথ সরেন যে পায়ের দ্বারা লিখে মাধ্যমিক ও এবারে উচ্চ মাধ্যমিক পাশ করে তাকেও সংবর্ধনা দেওয়া হয়। মেমারি ১ ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী ঘোষণা করেন এই ছাত্রটিকে জেলা পরিষদ থেকে এককালীন কিছু অনুদান এবং মাসিক কিছু সহায়তা দেওয়ার চেষ্টা করবেন। জেলা সভাপতি অতনু নায়েক জানান জেলার সমস্ত ব্লকে শিক্ষক সংগঠন থেকে এই ধরনের অনুষ্ঠান না করা গেলেও মেমারি ১ ব্লক সভাপতি কৌশিক মল্লিক প্রতিবছর উদ্যোগ নিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। তারা ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে কৌশিক মল্লিকের উদ্যোগকে সাধুবাদ জানান।