|
---|
লুতুব আলি, বর্ধমান : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতিদের সংবর্ধনা বর্তমানে। ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করলো বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি। ১১ মে বর্ধমান উদয় চাঁদ জেলা গ্রন্থাগার সংবর্ধনা জ্ঞাপন এই অনুষ্ঠানটি হয়। বর্ধমান শহরের সমস্ত স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্র-ছাত্রীরা এই অনুষ্ঠানে হাজির ছিলেন। ৩২ টি স্কুলের মোট ১৩০ জন ছাত্রছাত্রী যারা নিজের স্কুলে প্রথম ও দ্বিতীয় হয়েছে তাদের হাতে একটি করে স্বামী বিবেকানন্দের ভাবনাচিন্তা সম্মিলিত পুস্তক,স্মারক, শংসাপত্র টিফিন তুলে দেওয়া হয়। সুভাষপল্লীর সারদা মঠের ত্রিদেবানন্দজি মহারাজ প্রদীপ প্রজননের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। তিনি স্বামীজীর কর্মযোগের বাণী দিয়ে যুবসমাজকে আরো উদ্বুদ্ধ করেন যারা আগামী দিনের এই বৃহত্তর সমাজের হাতিয়ার। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত, হাট গোবিন্দপুর এম সি স্কুলের শিক্ষক ডক্টর তুষার কান্তি মুখোপাধ্যায়, বিদ্যার্থী ভবন গার্লস স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা কৃষ্ণা মুখোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানে কৃষ্ণা মুখোপাধ্যায় বলেন, ছাত্রছাত্রীরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ, আগামী দিনে একটা সুন্দর দেশ, একটা সুন্দর পৃথিবী এদের হাতেই গড়ে উঠবে এই প্রত্যাশা রাখি, নজরুলের সুরে আমরা বলতে পারি তোমরা ছাত্রদল, তোমরা শক্তি, তোমরা বল…. এর পাশাপাশি অতিথিদের হাতে ভিটামিন সি সমৃদ্ধ খাবারের প্যাকেট তুলে দেওয়া হয় যা তাদের স্বাস্থ্যের সঠিক মান বজায় রাখবে। সোসাইটি সম্পাদক প্রলয় মজুমদার জানান, আজ শুভ মাতৃত্ব দিবস। আর বিদ্যালয় হল আমাদের মা, সেই মায়ের থেকে শিক্ষা লাভ করে আমাদের আগামীর পথে এগিয়ে যেতে হবে। বিশিষ্ট চিকিৎসক শংকর নাথ ঝাঁ তাঁর স্বর্গীয় পিতা-মাতার স্মৃতিতে এবং কল্যাণ কুমার সাম ও মিঠু সাম শিক্ষা স্বার্থে এবং মধুমিতা সাম তাঁর প্রয়াত স্বামীর স্মৃতিতে, বিশিষ্ট সাংবাদিক কিশোর মাকর তাঁর প্রয়াত মাতা স্মৃতিতে, রাজকুমার ঘোষ তাঁর তো এত প্রিতার স্মৃতিতে, যোগেন্দ্র নাথ বর্মন তাঁর স্বর্গীয় পিতা-মাতার স্মৃতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি মেধাবী দুস্থ ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করেন। সংস্থার মিডিয়া অফিসার অঙ্কিতা সাম বলেন এ দিনের অনুষ্ঠানটি আক্ষরিক অর্থে বর্ণময় হয়ে ওঠে।