|
---|
রহমতুল্লাহ,মুর্শিদাবাদ : রবিবার মুনলাইট এডুকেশন হেল্থ এণ্ড সোসাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে মুর্শিদাবাদের রেজিনগর বিকলনগরে অনুষ্ঠিত হলো এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন এবং স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষ থেকে সাজ্জাদ হোসেন, লালচাদ শেখ, বশির আহমেদ, এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের তরুণ প্রতিবাদী কবি মহাদ্দেশ সেখ। এদিনের অনুষ্ঠানে বেশ কয়েকটি স্কুলের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা তুলে দেয়ওয়া হয় পশাপাশি EBS ,GBS ,মানুষের পাশে , অসহায়ের পাশে ,আমরা মানবতার পাশে সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকেও সংবর্ধিত করা হয় সংগঠনের পক্ষ থেকে। দূর দূরান্ত থেকে আগত ৫০ জন রক্তদাতা এদিনে শিবিরে স্বেচ্ছায় রক্ত দানে এগিয়ে আসেন,সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন আলমগীর শেখ।