|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : এবছরের মাধ্যমিক পরীক্ষায় ৬৭২ নম্বর পেয়ে নজির গড়ল সামসেরগঞ্জের লস্করপুর বালিয়াঘাটি হাইস্কুলের ছাত্র সাকিল আক্তার। তার বাবা রেহেশান আলি পেশায় একজন গ্রামীণ চিকিৎসক,মা সারজেমা বিবি বিড়ি শ্রমিক। নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান সাকিল আক্তারের স্বপ্ন চিকিৎসক হওয়া। তারা দুই ভাই একবোন। সাকিল পরিবারের প্রথম সন্তান।সাকিল ফরাক্কা থানার মহাদেবনগর পঞ্চায়েতের অধীন তারাপুর গ্রামের বাসিন্দা।সে সামসেরগঞ্জের লস্করপুর বালিয়াঘাটি হাইস্কুল থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদিও পড়াশোনা করত ফরাক্কার শিবনগরে অবস্থিত আল-আমান শিক্ষা মিশনে।