মাধ্যমিক পরীক্ষায় এ. এম. ইসলামিক মডেল স্কুল (মিশন)-এর প্রথম বর্ষেই নজরকাড়া সাফল্য।

নিজস্ব সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলার বলগোনা বাজার সংলগ্ন গ্রামীণ প্রেক্ষাপটে গড়ে ওঠা এ. এম. ইসলামিক মডেল স্কুল (মিশন) তাদের প্রথম মাধ্যমিক পরীক্ষাতেই এক গৌরবময় অধ্যায় রচনা করেছে। এ বছর এই নবপ্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র শেখ আশরাফুল হাসান ৫৯৮ নম্বর (৮৫%+) পেয়ে অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছে। তার এই সফলতা শুধু বিদ্যালয়ের নয়, গোটা মিশন পরিবারের জন্য এক গর্বের বিষয়।

    শুধু আশরাফুলই নয়, তার পাশাপাশি আরও পাঁচ জন শিক্ষার্থী সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাদের প্রত্যেককে স্কুলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

    অত্যন্ত স্বল্প ব্যয়ে পরিচালিত এই বিদ্যালয়টি মূলত গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য এক আশার আলো হয়ে উঠেছে। বর্তমানে প্রায় ২২০ জন শিক্ষার্থী এখানে অধ্যয়নরত, এবং বিদ্যালয়টি ক্রমশই এলাকার শিক্ষাক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

    বিদ্যালয়ের সভাপতি, প্রাক্তন ওয়াক্‌ফ বোর্ড চেয়ারম্যান বিচারপতি মহামান্য মোঃ আবদুল গনি ছাত্রদের এই অসাধারণ সাফল্যে আনন্দ প্রকাশ করে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে এই বিদ্যালয় পশ্চিমবঙ্গের প্রথম সারির মিশন স্কুলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম হবে, ইন শা আল্লাহ।

    তিনি পরম করুণাময় আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করেন, যেন তিনি এই ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষায় আরও সাফল্য অর্জনের তাওফিক দান করেন।