|
---|
নূর আহমেদ, মেমারি : ১০ ফেব্রুয়ারি। আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। সোমাবার পূর্ব বর্ধমান জেলার মেমারি শহর তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির উদ্যোগে মেমারির মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রগুলিতে আগত পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবা চালু করলো। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা অরবিন্দ গণ ও আসরফ আলি
মেমারি শহর আইএনটিটিইউসির সভাপতি আসরফ আলি বলেন পরীক্ষার দিনগুলি মেমারি স্টেশন ও বাসষ্ট্যান্ডে আগত সকল মাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া আসা করার জন্য কোন ভাড়া নেওয়া হবে না। সম্পূর্ণ বিনামূল্যে ৭০টি টোটো পরিষেবা দেওয়া হবে।
এদিন মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা ১ এর সামনে আগত পরীক্ষার্থীদের যাতে কোন রকম অসুবিধা না হয় সেজন্য উপস্থিত ছিলেন মেমারি মন্তেশ্বর তৃণমূল বাস ট্রেকার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্পাদক অরবিন্দ গণ ছোট্টু।