মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে পরামর্শ দুর্গাপুরে।

লুতুব আলি, দুর্গাপুর, নতুন গতি : মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে পরামর্শ দুর্গাপুরে। ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দুর্গাপুরে বিনামূল্যে পরামর্শ প্রদান করা হলো। আয়োজনে ছিল দুর্গাপুরের অগ্রজ স্বেচ্ছাসেবী সংস্থা প্রান্তিক ও লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর। বিনামূল্যে পরামর্শ প্রদানে স্বাগত ভাষণ দেন প্রান্তিকের কর্ণধার দেবাশীষ বদ্যকর। শিল্পাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এই পরামর্শ আয়োজনে ভীষণ খুশি হয়েছে। বিশেষ করে জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিক এই মাধ্যমিক পরীক্ষার্থীদের মনোবল অটুট রাখতে এবং প্রস্তুতির বিষয়ে সম্মক ধারণা দেওয়া হয়। শিল্পাঞ্চলের নামিদামি সরকারি এবং বেসরকারি স্কুলের বিশিষ্ট শিক্ষক শিক্ষিকারা এই পরামর্শ প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন। অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাও এই অনুষ্ঠানে যোগদান করায় অনুষ্ঠানটি প্রকৃত অর্থে সার্থকতা লাভ করে বলে অনেকে মনে করছেন। বিনামূল্যে পরামর্শ প্রদানে হাজির ছিলেন স্বপন চট্টরাজ, কুন্তলা পাল, সুকোমল ঘোষ, রাজিব চ্যাটার্জী, জয়নুল হক, বিপাশা নায়ক, কলিমুল হক, রমেন রক্ষিত, কাকলি দাশ গুপ্ত, লায়ন হিমল দত্ত, কাকলি রায়, জয়ন্ত মন্ডল, সুমন দাস প্রমুখ। প্রান্তিকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সঙ্গীতা চ্যাটার্জী, সোমা সরকার, শুভলক্ষী, সরিতা প্রমুখ।