|
---|
সুবিদ আলি মোল্লা, নতুন গতি : মাধ্যমিকে এবার জেলার স্কুল গুলির জয়জয়কার। মাধ্যমিকে উত্তর ২৪ পরগনা জেলা এবার বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। বেড়াচাঁপা দেউলিয়া উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্র সৌম্যদীপ 690 পেয়ে এবার রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে। সংবাদপত্রের প্রতিনিধি হিসেবে তার মুখোমুখি হলে সৌম্য দীপ জানালো, তার এই সাফল্য তার ও তার পরিবারের প্রত্যাশাকে ছাপিয়ে গেছে। কাদের সাহচর্য ছিল তার এই সাফল্যের পিছনে এই প্রশ্নের উত্তরে সে জানালো, বাবা-মায়ের পাশাপাশি স্কুল শিক্ষক ও গৃহ শিক্ষকদের অবদান অনস্বীকার্য।
পিতা সন্দীপ মল্লিক রসায়ন বিভাগের শিক্ষক। দৈনিক আট থেকে নয় ঘন্টা সে পড়াশোনা করত। জীবনের পরবর্তী লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে সে বলল, “আমি ইঞ্জিনিয়ার হতে চাই ।” পড়াশোনার পাশাপাশি সে ক্রিকেট খেলতে ও খেলা দেখতে ভালোবাসে।