পবিত্র মদিনা বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর শহরের মর্যাদায়

 

    নতুন গতি নিউজ ডেস্ক : বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর নগরীর মর্যাদা পেল সৌদি আরবের পবিত্র নগরী মদিনা।
    বিশ্ব স্বাস্থ্য সংস্থার ( WHO) কর্মীরা আন্তর্জাতিক মাপকাঠিতে নগরীটিকে জরিপ করে এ স্বীকৃতি দিয়েছেন।

    ২০ লাখ লোকের এ পবিত্র নগরীটিই প্রথম ঘনবসতিপূর্ণ নগরী, যেটি স্বাস্থ্যকর শহরের তকমা পেল।২২টিরও বেশি সরকারি, বেসরকারি ও স্বোচ্ছাসেবী সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ জরিপকাজে সহায়তা করেছে।

    এসব সংস্থাকে প্রযুক্তিগত সহায়তা করে স্থানীয় তাইবাহ বিশ্ববিদ্যালয়।