|
---|
আসিফ রনি, নতুন গতি, বহরমপুর: পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের রেজাল্ট প্রকাশিত হলো।
এবছর আলিম-এ প্রথমস্থান অধিকার করেছে মুর্শিদাবাদের আসাদুল্লাহ আল গালিব।তার প্রাপ্ত নম্বর ৮২৩।
জানা গিয়েছে, মুর্শিদাবাদের দৌলতাবাদের আসাদুল্লাহ সুলতানপুর খুনিয়াপুকুর সিনিয়র মাদ্রাসার ছাত্র। পিতা মোঃ মনির হোসেন পেশায় ক্ষুদ্র চাষি, মা মুর্শিদা বিবি গৃহবধূ। অদম্য ইচ্ছা শক্তির জোরে প্রাপ্ত আসাদুল্লাহ এর এই সাফল্যে তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান সহ গোটা মুর্শিদাবাদ জুড়ে খুশির জোয়ার।
আসাদুল্লাহ নতুন গতিকে জানায় “আমি যখন ২০১৮ সালে খারেজি মাদ্রাসার অধ্যয়নরত ছিলাম তখন আমি বিজ্ঞান বিভাগের প্রতি আকৃষ্ট হই এবং আমার বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে সুলতানপুর খুনিয়াপুকুর সিনিয়র মাদ্রাসায় ভর্তি হই। আগামীতে আমি বিজ্ঞান বিভাগেই পড়তে ইচ্ছুক, আমি ভবিষ্যতে একজন ডাক্তার হতে চাই”।
আসাদুল্লাহ এর সাফল্যের কথা বলতে গিয়ে পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের সভাপতি সাজিদুর রহমান নতুন গতিকে জানায়
“উক্ত মাদ্রাসার প্রাক্তন ছাত্র হিসেবে আমি গর্বিত।
আসাদুল্লাহ ভাইয়ের এই সাফল্যে আমরা সকলেই খুব খুশি, ভাইয়ের প্রতি শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া রইলো। ইনশাআল্লাহ আগামীতে এভাবেই আমরা নতুনদের হাত ধরে সফলতার চূড়া স্পর্শ করবো।”