|
---|
আলম সেখ,নতুন গতি,মুর্শিদাবাদ:গতকাল প্রকাশ পেয়েছে মাধ্যমিকের ফলাফল, বেড়েছে আগের চাইতে পাশের হার। আজকে প্রকাশ পেলো মাদ্রাসা বোর্ডের ফলাফল। দরিদ্রতাকে হার মানিয়ে মায়ের সাথে নিজে বিড়ি বেঁধে রাজ্যে প্রথম হয়েছে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের এক দিন মজুর, রাজমিস্ত্রির কন্যা। জঙ্গিপুরের মুনিরিয়া হাইমাদ্রাসার ছাত্রী – নাফিসা খাতুন, ওনার প্রাপ্ত নম্বর ৭৭১, আসুন দেখে নেওয়া যাক প্রথম দশ মেধা তালিকা।
রাজ্যে দ্বিতীয় হয়েছেন : তামান্না ইয়াসমিন (৭৬৯)-বটতলা আদর্শ হাইমাদ্রাসা, মালদা,
তৃতীয় হয়েছেন : আবু বক্কর (৭৬৭)-লালগোলা রহমতুল্লাহ হাইমাদ্রাসা, মুর্শিদাবাদ
চতুর্থ ১. রিকি আরিফ (৭৬৫)-আমিনাবাদ হাইমাদ্রাসা, মুর্শিদাবাদ
চতুর্থ ২. মিজানুর রহমান (৭৬৫) জগন্নাথ পুর হাইমাদ্রাসা, মালদা
পন্চম ১. মোঃ আফিফুদ্দিন (৭৬৩) রামনগর হাইমাদ্রাসা, মালদা।
পন্চম ২. মোবারক হোসেন (৭৬৩) রানিননগর হাইমাদ্রাসা, মালদা
ষষ্ঠ হয়েছেন : জগন্নাথ দাস (৭৬০)খন্ডগ্রাম ডি এস হাইমাদ্রাসা
সপ্তম : ১. সিমলা আক্তার মিরু (৭৫৮) আমিনাবাদ হাইমাদ্রাসা, মুর্শিদাবাদসপ্তম ২. সেলিম আক্তার (মালদা)
অষ্টম হয়েছেন : সহেলি মল্লিক (৭৫৬)রামনগর হাইমাদ্রাসা, মুর্শিদাবাদ
নবম হয়েছেন : নাফিসা আক্তার( ৭৫৪) চান্দুয়া হাইমাদ্রাসা, মালদা
দশম হয়েছেন : রহিমা পারভিন( ৭৫২) এম এন এস হাইমাদ্রাসা, মালদা।
আগামীকাল শুক্রবার উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা হবে।