|
---|
আজাহার উদ্দিন: ওয়েস্ট বেঙ্গল গভ:স্পনশর্ড রেকগনাইজড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন এর কুচবিহার জেলার সম্পাদক রুহুল মিঞার নেতৃত্ব মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও বিভিন্ন দাবীদাওয়া নিয়ে ডেপুটেশন দেন কুচবিহার জেলাশাসকের কাছে। বিভিন্ন দাবীদাওয়া যেমন- মিড ডে মিল, ড্রেস, ব্যাগ, জুতা এছাড়াও DI অফিসে বাংলা শিক্ষা পোর্টাল এ মাদ্রাসার ছাত্র ছাত্রীদের খুব তাড়াতাড়ি নাম আপলোড করা যায়, সে জন্য রাজ্য শিক্ষা দপ্তর যাতে করে অতি দ্রুত অর্ডার দেয়, সে জন্য DI সাহেবকে স্মারক লিপি প্রদান করা হয়, উনি আমাদের আশ্বাস দেয় অতি দ্রুত রাজ্য শিক্ষা দপ্তর কে জানাচ্ছি।এছাড়াও জেলা সংখ্যালঘু আধিকারিকের কাছে যে সমস্ত মাদ্রাসা বিল্ডিং,শৌচাগার এবং নলকূপ এর প্রথম কিস্তির টাকা পেয়েছে, কিন্তু 2nd ধাপের টাকা এখনো অনেকের ঢোকেনি তাদের জন্য এবং যাদের এখনো বিল্ডিং ,শৌচাগার নলকূপের টাকা পায়নি তারা যেন খুব শীঘ্রই পায় যেন সেই ব্যবস্থার আশ্বাস দিয়েছেন জেলা সংখ্যালঘু আধিকারিক।কুচবিহার সংগঠনের সভাপতি রুহুল মিঞা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের শিক্ষার উন্নয়নের জন্য সর্বদাই আন্তরিক। আমরা বিভিন্ন দফতরে জেলার সমস্ত মাদ্রাসার সমস্যার সমাধানের জন্য ডেপুটেশন দিলাম আশাকরি খুব শীঘ্রই উন্নয়নমূলক কাজকর্ম হবে।