মন্দিরবাজার ব্লক দাদপুর গুনজুর পুর সিনিয়র মাদ্রাসা হোস্টেল উদ্বোধন

জাকির হোসেন সরবেড়িয়া নতুন গতি: দক্ষিণ 24 পরগনা মন্দিরবাজার ব্লক এর দাদপুর গুনজুর পুর দারুল উলুম সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা এক অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে হোস্টেলের উদ্বোধন হল তিনতলা 50 জন শয্যা বিশিষ্ট হোস্টেল টি নির্মাণ করতে খরচ হয়েছে 1 কোটি 12 লক্ষ টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিও শ্রী সুকান্ত সাহা মহাশয় তিনি তিনি বলেন পশ্চিমবাংলায় বর্তমান সরকার আসার পরে যেভাবে সংখ্যালঘুদের জন্য কাজ করে চলেছে সত্যিই গর্বের বিষয় তিনি বলেন কন্যাশ্রী রুপশ্রী স্কলারশিপ সাইকেল বই খাতা থেকে শুরু করে একের পর এক যা প্রকল্প তৈরি করছেন ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী হতে বাধ্য এতে বিগত কয়েক বছরের মধ্যে হয়তো নিরক্ষর বলে আর কোন কাউকে পাওয়া যাবে বলে মনে হয় না ডেপুটি সেক্রেটারি শ্রী তাপস দত্ত মহাশয় মন্দিরবাজার ভিডিও জনাব সৈয়দ আহমদ সকলের শিক্ষার গুরুত্ব শিক্ষকদের দায়িত্ব ছাত্র-ছাত্রীদের দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে তুলে ধরেন। সমগ্র সভাটি পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক জনাব মাওলানা জাকির হোসেন মোল্লা, ছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আনসার উদ্দিন মল্লিক, জনাব মাওলানা সিয়ামত আলী সাহেব, জনাব মাওলানা মুফতি রুস্তম আলী, মাওলানা আবু সিদ্দিক হালদার, শিক্ষক শারিফুল হোসেন, মাওলানা ইয়াকুব আলী, মাওলানা মিজানুর হক মাওলানা আব্বাস উদ্দিন, জনাব সাইফুদ্দিন মোল্লা, আবুল হোসেন মোল্লা শিক্ষক জলিল শেখ আজগার আলী, রবিউল শেখ রাহাত উল্লাহ গায়েন, আবিদ হোসেন, আলিমুদ্দিন শেখ,শারাফাত হালদার,শিক্ষিকা সাবিনা খাতুন পিয়ার আলী গায়েন মাদ্রাসা সভাপতি জনাব সফিউল্লাহ হালদার, সহ-সভাপতি কুতুবুদ্দিন সম্পাদক আজাদ আলী গায়েন, জনাব ইসমাইল বৈদ্য, মশিয়ার বৈদ্য তৈয়েব আলী পিয়াদা সহ শিক্ষা দরদী মাদ্রাসার ছাত্র-ছাত্রী অভিভাবক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।