মাদ্রাসার পড়ুয়াদের এক মাসের খাবার দিলো সাগরদিঘীর পুলিশ

রহমতুল্লাহ, সাগরদিঘী : মঙ্গলবার সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারীক বিজন রায়-এর সহযোগীতায় এবং এ এস আই সমর হালদারের উদ্যোগে মাদ্রাসার পড়ুয়াদের জন্য এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়, সাগরদিঘী ব্লকের শেখদিঘী হাজীপুর মাদ্রাসা কমিটির হাতে, এই মাদ্রাসায় দুঃস্থ, অনাথ পড়ুয়ারা পড়াশোনা করে।

    মাদ্রাসা কমিটির হাতে তুলে দেওয়া হয়, চাল, ডাল, আলু ইত্যাদি খাদ্য সামগ্রী। সেই সঙ্গে ওই এলাকার মানুষদের উদ্দেশ্যে সাগরদিঘী থানার এ এস আই সমর হালদার জানান আমাদের পাশের দেশ বাংলাদেশ এখন অশান্ত রয়েছে সুতরাং বাংলাদেশের অশান্তির আঁচ যেন মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীতে না পড়ে এবং এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় যেন কেউ উস্কানি মূলক পোস্ট না করেন, এবং কেউ যদি উত্তেজনা মূলক পোস্ট করে থাকে এবং সেই পোস্ট যদি না মুছে ফেলে তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে ।