মাদ্রাসাতে স্বাধীনতা দিবস পালন করলেন মসজিদের ইমামরা

আজিজুর রহমান ,গলসি : গলসির গলিগ্রাম মাদ্রাসাতে স্বাধীনতা দিবস পালন করলো এলাকার ইমামরা। এদিন গলিগ্রাম মাদ্রাসা এবং জামিয়াতুল আইম্মা অল উলামা নামক একটি সংগঠনের যৌথ্য উদ্দ্যোগে দিনটি উদযাপন করা হয়। প্রথমে মাদ্রাসা থেকে ভাসাপুল প্রযন্ত একটি রালি করা হয়। যেখানে পা মেলান মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ এলাকার ইমামরা। পরে জাতীয় পতাকা উত্তোলন করে মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন, গলসি থানার ভারপ্রাপ্ত ওসি অরুন কুমার সোম। পাশাপাশি মাদ্রায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়। যেখানে গজল ও নাত পাঠ করেন এলাকার ইমাম ও মাদ্রাসার পড়ুয়ারা। অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, অবসর প্রাপ্ত শিক্ষক সেখ ফিরোজ আহম্মেদ, বিশিষ্ট সমাজসেবী হাজি মহবুবুল হক সহ অনেকেই। মৌলানা রহমত আলি বলেন, আমরা ইমামরা মিলিত হয়ে আজকের দিনটি পালন করলাম। ওসি সাহেব আমাদের পাশে আছেন। আগামী দিনে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে সমাজের মানু‌ষের পাশে থাকবো ইনশাল্লাহ। মাদ্রাসা প্রাঙ্গণে ইমামদের এমন আয়োজনে প্রসংশা করেন স্থানীয়রা।