প্রকাশিত হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ-এর বিজ্ঞপ্তি

নিজস্ব সংবাদদাতা :অবশেষে মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ-এর বিজ্ঞপ্তি প্রকাশ হল। মোট ১৭২৯ শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন।

     

    আগামী ১২ মে থেকে অনলাইনে আবেদন করা যাবে নিয়োগের জন্য। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ১২ই মে ২০২৩ বিকাল ৪টায় আবেদন গ্রহনের অনলাইন পোর্টাল চালু হবে। সেদিন থেকেই করা যাবে আবেদন। আগামী ১২ই জুন মধ্যরাত পর্যন্ত চলবে আবেদন গ্রহন‌।নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগের জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আবেদনকারীরা।

    কিছুদিন আগেই মাদ্রাসা সার্ভিস কমিশনের গেজেট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। আর তারপরেই প্রার্থীরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিল। আর সেই অপেক্ষার অবসান এবার প্রকাশিত হল বিজ্ঞপ্তি।