|
---|
আসিফ রনি,নতুন গতি,বহরমপুর:হাইমাদ্রাসায় রাজ্যে তৃতীয় স্থান অধিকার করে চমক দিলো লালগোলার চাষীর ছেলে সাহিদ আক্তার।তার প্রাপ্ত নম্বর ৭৬৭।সে স্থানীয় লালগোলা রহমতুল্লাহ হাইমাদ্রাসার ছাত্র।সাহিদের রেজাল্টে উচ্ছ্বসিত পরিবার।জানা গিয়েছে,মুর্শিদাবাদের লালগোলার বিশ্বনাথপুর এলাকার পেশায় চাষি আবুবক্কার শেখের ছেলে সাহিদ আক্তার।
স্থানীয় লালগোলা রহমতুল্লাহ হাই মাদ্রাসার থেকে এবছর হাই মাদ্রাসা বোর্ডে মাধ্যমিক পরীক্ষা দেয় সে।আজ রেজাল্ট হতেই দেখা যায় বাজিমাত করেছে সাহিদ।ছেলের রেজাল্ট দেখে খুশিতে অজ্ঞান হয়ে যায় সাহিদের মা।সাহিদ নতুন গতি কে জানায়,আগামী দিনে ডাক্তার হয়ে সমাজের জন্য কাজ করতে চাই।খুব কষ্ট করে পড়াশুনা করে আজ এই সাফল্য এসেছে। আমি খুব খুশি।