|
---|
মাদ্রাসা শিক্ষকরা বিশাল মিছিল সহকারে ধর্মতলায় উপস্থিত হবে, একেএম ফারহাদ
বিশেষ প্রতিবেদন, কলকাতা: শহীদ স্মরণে একুশে জুলাই ধর্মতলা অভিমুখে বিশাল মিছিল সহকারে পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের শিক্ষকমন্ডলী হাজির হবেন বলে জানায় সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ। সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি ও সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে উন্নয়নের কর্মযজ্ঞ পুরো রাজ্যজুড়ে প্রতিফলিত হচ্ছে তা আগামী দিনে দেশের মধ্যে ছড়িয়ে দিতে চব্বিশ সালে লোকসভা নির্বাচনে দিল্লির মসনদ থেকে বিজেপি দাঙ্গাবাজ সরকার কে হঠাতে হবে।
উল্লেখ্য, রবিবার তৃণমূল কংগ্রেস ভবনে শতাধিক শিক্ষক প্রতিনিধির উপস্থিতিতে একুশে জুলাই ধর্মতলা চলো শীর্ষক আলোচনা সভায় জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের মতামত ব্যক্ত করেন। সামগ্রিক ভাবে ঐদিন দুই হাজারের অধিক সংখ্যক শিক্ষক মন্ডলী ছুটি নিয়ে মিছিলে অংশগ্রহণ করবে। পাশাপাশি রাজ্য সভাপতি ফারহাদ জানায় ব্যানার, ফেস্টুন, পতাকা সহ জেলার শিক্ষক মন্ডলী’রা শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে দুটি বিশাল মিছিল সকাল নয়টার সময় রহনা দেবে ধর্মতলা অভিমুখে। রবিবার তৃণমূল ভবনে বিভিন্ন জেলা থেকে আগত দায়িত্ব প্রাপ্তদের মধ্যে ছিল ইরফান আলী বিশ্বাস, কুতুব আখতার, মনজুর আহমেদ, আব্দুল ওহায়িদ, সুফিয়ান, নূরুল হক, নামদার শেখ তৌহিদ, আরসাদ প্রমুখ।