|
---|
রহমতুল্লাহ,মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্লকের তিলডাঙ্গা গ্রামের মেধাবী ছাত্র মোঃ মিসবাউদ্দিন এ বছরের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় সারা রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছে। তার প্রাপ্ত নম্বর ৮৪১, যা শতাংশের হিসেবে ৯৩.৪৪%। তার এই অসামান্য সাফল্য এলাকায় চরম আনন্দ ও গর্বের সঞ্চার করেছে।
মোঃ মিসবাউদ্দিন সাগরদিঘী থানার অন্তর্গত কাবিলপুর দারুল কোরআন সিনিয়র মাদ্রাসার ছাত্র। তার অধ্যবসায়, নিষ্ঠা এবং নিয়মিত অধ্যয়নের ফলস্বরূপ এই সাফল্য অর্জিত হয়েছে বলে জানান তার বাবা মোঃ কুতুবউদ্দিন মদুদ। ফলাফল প্রকাশের দিন, শনিবার, স্টুডেন্টস্ ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (এসআইও)-এর ফরাক্কা ব্লক শাখার পক্ষ থেকে মোঃ মিসবাউদ্দিনের বাড়িতে গিয়ে তাকে সম্বর্ধনা জানানো হয়। তার হাতে তুলে দেওয়া হয় উপহার ও শুভেচ্ছা বার্তা।মোঃ মিসবাউদ্দিনের এই কৃতিত্ব প্রমাণ করে যে পরিশ্রম ও অঙ্গীকার থাকলে যে কোনো প্রতিকূলতাকে জয় করা সম্ভব। তার এই সফলতা অন্যান্য ছাত্রছাত্রীদের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে।