মাদ্রাসা ছাত্র ইউনিয়ন পথে নামছে

সংবাদদাতা : পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের প্রাক্তনীদের তত্ত্বাবধানে আজ গঠিত হল নতুন রাজ্য কমিটি। দক্ষিণ ২৪ পরগণার সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসাতে এক সাধারণ অধিবেশনে তারকা খচিত সভায় এই কমিটি গঠিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন মাদ্রাসা ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সম্পাদক মাওলানা মোজাফ্ফার হোসেন, দ্বোধনী বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। স্বাগত ভাষণ দেন প্রাক্তন মাদ্রাসা ছাত্র নেতা আব্দুল মোমেন। নির্বাচন ও গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন প্রাক্তন মাদ্রাসা ছাত্র নেতা তথা উক্ত মাদ্রাসার সুপারিনটেডেন্ট সেখ গোলাম মঈন উদ্দিন। অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সম্পাদক কামরুজ্জামান, মোস্তাকিম সাহাজী, প্রাক্তন সভাপতি ডঃ ফজলুর রহমান মণ্ডল, আবু সিদ্দিক খান, মোস্তাফিজুর রহমান, আহসানুল বারি আতিয়ার রহমান প্রমুখ ।সঞ্চালা করেন মশিহুর লস্কর। উপস্থিত সদস্যদের ধ্বনি ভোটের মাধ্যমে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয় তুফাইল আহমেদ ও মাসুদুর রহমান সরদার, কার্যকরী সভাপতি হয়েছে সাজিদুর রহমান, যুগ্ম সম্পাদক হয়েছে আব্দুর রহমান। এছাড়াও দু’জন সহ সম্পাদক এবং দু’ জন সহ সভাপতি, একজন কোষাধ্যক্ষ্য, একজন মুখপাত্র নির্বাচন করা হয়েছে। খুব শীঘ্রই অন্যান্য স্টাডি সেন্টার থেকে একজন করে সহ সম্পাদক ও সহ সভাপতি নির্বাচন করা হবে। আজ সভায় সাতুলিয়া স্টাডি সেন্টার ও শিরশী থেকে দু’জন করে পদাধিকারী নির্বাচন করা হয়। নব নির্বাচিত সভাপতি ও সম্পাদক জানিয়েছে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ সংগঠন তৈরি করে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে। বিশেষত আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতি যে বঞ্চনা করা হচ্ছে এবং মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে নিয়োগ বন্ধ রয়েছে তার বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে।