|
---|
আজহারউদ্দিন : হুগলির খানাকুলের মঙ্গলবার হিফজুল কোরআন নাবাবীয়া আজিজিয়া সিনিয়র মাদ্রাসার সম্পাদক ও সভাপতি এবং প্রধান শিক্ষক উপস্থিত থেকে social distance মেনে এবং মাস্ক পরে বই, ব্যাগ বিতরণ করা হয়। এদিন মধ্যে ৬৫জন ছাএছাএীদের বই, ব্যাগ বিতরণ করা হয়। হিফজুল কুরআন নাবাবীয়া আজিজিয়া সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা কাজী মিরাজুল ইসলাম বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রেখে সকলেই মুখে মাস্ক পড়ে বই বিতরণ ছাএছাএীদের দেওয়া হয়।সরকারি নির্দেশ না আসা পর্যন্ত মেনে মাদ্রাসার পঠনপাঠন বন্ধ।করোনা ভাইরাস এর বিরুদ্ধে আমাদের সকলকেই রুখে দাঁড়াতে হবে।