১৪ টি মাদল সহকারে মহানাম মহোৎসব পাঁচড়া গীতাভবনে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: বীরভূমের পাঁচড়া গীতাভবনের প্রতিষ্ঠা কালের বয়স ৩৫ বছর।প্রতিষ্ঠা করেছিলেন গীতা ভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দজী মহারাজ।প্রতিষ্ঠাকাল থেকেই চলে আসছে অখন্ড তারকব্রহ্ম নাম সংকীর্তন।

    নববর্ষ উদযাপন, রথযাত্রা, জন্মাষ্টমী, রাধাষ্টমী, কল্পতরু উৎসব,গীতা উৎসব সহ সারা বছর নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় গীতা ভবনকে ঘিরে।গীতার বানী প্রচার,দুঃস্থদের বস্ত্র বিতরন,জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষদের সঙ্গে নিয়ে চলা।

    প্রতিদিন এখানে সুমিষ্ট প্রসাদ সেবার ব্যবস্থা থাকে।বাৎসরিক গীতা জয়ন্তীতে এক লক্ষ ভক্তের পেটপুরে সুমিষ্ট প্রসাদ সেবার ব্যবস্থা করা হয়। গীতা ভবনে ৩৫ বছর পূর্তি উপলক্ষে বুধবার থেকে শুরু হয় অখন্ড হরিনাম সংকীর্তন ও ৭২ ঘন্টা- ১৪ মাদল সহকারে মহানাম মহোৎসব।

    ১৪টি শ্রীখোল বা মাদল সহকারে শুরু হয়েছে উচ্চৈস্বরে তারকব্রহ্ম নাম।তিনদিন তিনরাত্রি ধরে চলবে তারকব্রহ্ম নাম সংকীর্তন। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন গীতা ভবনের অধ্যক্ষ তথা প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দজী মহারাজ,গীতা ভবনের একনিষ্ঠ ভক্ত অচিন্ত্য সিংহ,বিদ্যুৎ ঘোষ সহ বহু বিশিষ্টজনদের পাশাপাশি ভক্ত অনুরাগীরা।