|
---|
নিজস্ব সংবাদদাতা : সংকট ময় অবস্থায় সাধারণের পাশে মহানামার।ওসন মহানামা শ্রীলংকার নামকরা ব্যাটসম্যান, চিরকাল প্রতিকূল পরিস্থিতিতে বুক চিতিয়ে লড়াই করেছেন খেলার মাঠে। তার ব্যাটিং এর উপর ভর করে প্রচুর ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। শ্রীলংকার চরম সংকট ময় অবস্থায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি ও তার এনজিও সংস্থা।ইচ্ছে করলে এরকম কঠিন পরিস্থিতিতে বাইরে চলে যেতে পারতেন তিনি, তবে তিনি এরকম করেননি। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, খাবার পরিবেশন করেছেন। শ্রীলংকার পেট্রোল পাম্প গুলিতে লম্বা লাইন, লম্বা লাইনে দাড়িয়ে থাকতে থাকতে অনেকে ক্লান্ত হয়ে পড়েছিলেন। সেই সময়ে মহানামা ও তার সংস্থা সাধারণ মানুষের হাতে পৌঁছে দেন চা ও বন রুটি।