জল্পনার অবসান ঘটিয়ে মহারাস্ট্রের মুখ্যমন্ত্রী ফডণবীস

নতুন গতি প্রতিবেদক, ২৩ নভেম্বরঃ অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে সাত সকালে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মহারাস্ট্রের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। শনিবার তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি।মুখ্যমন্ত্রী পাশাপাশি এদিন ডেপুটি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন এনসিপির অজিত পাওয়ার।
উল্লেখ্য, রাত পর্যন্ত তেমন কোনও পরিবতর্ন লক্ষণ করা যায়নি। গতকাল কংগ্রেস, শিবসেনা এবং এনসিপির বৈঠকের পরই কার্যত চূড়ান্ত হয়ে যায়, সেনাপ্রধান উদ্ধব ঠাকরই হচ্ছেন মহারাস্ট্রের মুখ্যমন্ত্রী। এব্যাপারে সব দল সম্মতি দিয়েছে। ছেলে আদিত্যকে নিয়ে বেরিয়ে এসে যদিও পুরোব্যাপারটি খোলসা করতে চাননি উদ্ধব। শিবসেনা সুপ্রিমো জানান, আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে।
গতকাল রাতেও শরদ পাওয়ার জানিয়েছিলেন, তিন দল সহমতে পৌঁছেছে। উদ্ধব ঠাকরেই হচ্ছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বারো ঘণ্টা না কাটতেই রাজনীতিতে এমন নজিরবিহীন পরিবর্তন। যা সকলের ধারনার বাইরে। সকালেই দেখা গেল এনসিপি বিধায়ক তথা শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার ডেপুটি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ নিতে। এনসিপির হাত ধরেই বিজেপি রাতারাতি সরকার গড়ার প্রস্তাব রাজ্যপালের কাছে রাখে। তবে, এনসিপির পুরোপুরি সমর্থন নাকি কিছু বিধায়ক ভাঙিয়ে বিজেপি সরকার গড়তে চলেছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।