মহাসমারোহে বিশ্ব নবী দিবসের শোভাযাত্রা ও ইসলামিক বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান বাঁকুড়া জেলার লালবাজার গ্রামে

রমজান খান, মেজিয়া,বাঁকুড়া:- বাঁকুড়া জেলার মেজিয়া ও শালতোড়া ব্লকের সংযোগস্থলে অবস্থিত লালবাজার ও ডাহুকা গ্রাম।দুই গ্রামের কতিপয় যুবকের যৌথ উদ্যোগে গঠিত হয়েছে সামাজিক কর্মসূচি বাস্তবায়নে কমিটি।শিক্ষা,স্বাস্থ্য সচেতনতা মূলক কর্মসূচির পাশাপাশি খেলাধূলা সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করে থাকেন এলাকার কচিকাঁচা থেকে যুব সম্প্রদায়ের মধ্যে। অনুরূপ ভাবে রবিবার দিন ছিল আরবি সন অনুযায়ী ১২ রবিউল আউয়াল হজরত মুহাম্মদ (সা) এর জন্মদিন।যাহা সমগ্র বিশ্বে উক্ত দিনটি বিশ্ব নবী দিবস হিসেবে মহাসমারোহে পালন করে থাকেন।অনুরূপ বাঁকুড়া জেলার লালবাজার মসজিদ কমিটির পক্ষ থেকে সকালের দিকে সুসজ্জিত ট্যাবলো ও নাত- গজল এবং তকবীর সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গ্রাম পরিক্রমা করে। সন্ধ্যার সময় স্থানীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ইসলামিক বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ব নবীর জীবনাদর্শ, সমাজ জীবন, মানব কল্যাণে বিভিন্ন পদক্ষেপের কথা জনমানসে তুলে ধরা হয় । যার শুভাগমনে ধন্য হয়েছে সমগ্র জগৎ এবং আলোকিত হয়েছে মরুপ্রান্তর ,যার কারণে চির ভাস্কর মদিনাতুল মুনাওয়ারাহ , সমগ্র মহাবিশ্বের যিনি রহমত উনার বরকতপূর্ণ ১২ ই রবিউল আউয়াল দিনটিকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে পালন করেন।

    এখানে ইসলামিক বক্তব্য, রাসুল সম্পর্কিত নাতের কম্পিটিশন, কেরাত পাঠ এবং সর্বোপরি ইসলামিক কুইজ এর মাধ্যমে ইসলামিক চেতনা জাগ্রত করার প্রয়াস। প্রতিটি ইভেন্টে অংশগ্রহণকারীদের উৎসাহ প্রদানের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয় বিশ্ব নবী দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে।
    পুরস্কারের মধ্যে ছিল ইসলামিক বই,জায়নামাজ, তসবি, নামাজের টুপি, পেন ও চকলেট।নবীনদের পাশাপাশি প্রবীন ব্যক্তি সহ কচিকাঁচা ও মায়েদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।অনুষ্ঠানের মুখ্য ভূমিকায় ছিলেন – ফুল মহম্মদ খান , ট্রাজেন শেখ , আসপাক খান , রেহান খান, ইরফান খান, আফতাব খান, মীর রানা , মীর মুতাল্লিব , সুভান রেজা খান,আহমদ রেজা খান,রমজান খান সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।