মহিষাদল ব্লক চাপি আইমার ইউনিটের উদ্যোগে কৃষিক্ষেত্রে তরল জৈব সার ব্যবহারের প্রায়োগিক কর্মসূচি

নতুন গতি ডিজিটাল ডেস্ক: মহিষাদল ব্লক “চাপী আইমা ইউনিট”-র উদ্যোগে ও ব্যাবস্থাপনায় প্রফেসর তিমির বরন সিনহা স্যারের সফলভাবে আবিষ্কৃত “তরল অজৈব সারের” প্রয়োগের মাধ্যমে কৃষিক্ষেত্রে এক নতুন বিপ্লব আনতে চলেছে।এর‌ই প্রাথমিক সূচনা হিসেবে শাহ কামাল-র নেতৃত্বে প্রফেসর তিমির বরন সিনহা স্যারের সহোযোগিতায় আমরা চাপী গ্রামের বেশকিছু অত্যন্ত গরীব চাষিদের বিনামূল্যে ঐ লিকুইড অজৈব সার প্রদান করার উদ্যোগ নিয়েছি।এর‌ই প্রস্তুতি হিসেবে আজকে ৫০জনের বেশি গরীব চাষিদের নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো।