“মে ভি চৌকিদার হু ” বনাম “চৌকদার চোর হে ” টুইট-রিটুইট যুদ্ধ তুঙ্গে

মিজানুল কবির, নতুন গতি ডিজিটাল ডেস্ক ঃ লালকেল্লায় ১৫ ই আগস্ট পতাকা উত্তলন করতে মরিয়া সত্তা থেকে বিরোধীপক্ষ। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে।
প্রচার,র‍্যালি,দেওয়াল লিখন প্রায় শুরু। এইবার প্রচারের যুদ্ধে টুইটারে শুরু হল “মে ভি চৌকিদার হু ” বনাম “চৌকদার চোর হে ” টুইট-রিটুইট যুদ্ধ।

    গত শনিবারে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির ” #মে ভি চৌকিদার হু ” টুইট সারাদিন আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। পরক্ষনে উপলব্ধি হয় এই টুইট টি ভাইরাল হয়ে ১১ লাখ মানুষের কাছে পৌঁছে টুইটার ট্রেন্ডিং এ প্রথমে রয়েছে।
    অপরদিকে বিরোধী পক্ষ এই টুইটার যুদ্ধে কিছু খামতা রাখেনি। পরক্ষনে ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফে টুইট শুরু হয় ” #চৌকিদার চোর হে “, “# ইন্ডিয়া বেয়াকুফ নেহি সাবকো পাতা হে কি ইউ আর দি অনলি #সুট বুট কি চৌকিদার ”

    শ্রী রাহুল গান্ধী নিজের টুইটারে শ্রী নরেন্দ্র মোদির সাথে নীরব মোদি,বিজয় মালিয়া এবং অনিল আম্বানির ছবিসহ ” আপনি কি আজকে কোনোভাবে গিলটি ফিল করছেন? ” বলে টুইট আক্রমণ করেছেন বলে দেখা গেছে।