|
---|
আয়ুব আলি : মাঝিপাড়া মোস্তফা মিশনে ছাত্র ,শিক্ষক ,অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ কে নিয়ে সারাদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ড: শেখ কামাল উদ্দিন অধ্যক্ষ হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়,সভাপতি- নজরুল চর্চা কেন্দ্র বারাসাত, সমীর ঘোষ -প্রধান শিক্ষক নূরপুর পঞ্চানন পাইক উচ্চ বিদ্যালয় ,রামকুমার ঘোষ পার্ট ফাইন্ডার কো- অর্ডিনেটর, আইনল আবেদুন শিক্ষক উলাসী হাই মাদ্রাসা,৩রা নভেম্বর রবিবার মাঝিপাড়া মোস্তফা মিশনে ছাত্র শিক্ষক অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ দের উপস্থিতি তে হয়ে উঠেছিল প্রানবন্ত বিশেষ করে মহিলা অভিভাবকদের উপস্থিতি উল্লেখযোগ্য। প্রধান অতিথি ডঃ শেখ কামাল উদ্দিন মিশন শিক্ষা র প্রয়োজন বিষয়ে আলোচনা করেন। মিশনের ছাত্ররা সাবলিল বক্তৃতা দানে নিজদের যোগ্যতার পরিচয় রাখে। এদিনের অনুষ্ঠানে ছাত্রদের পারদর্শীতার উপর পুরস্কার ও মেডেল প্রদান করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে হরবোলা ও মুকাভিনয় ছিল ছাত্র শিক্ষক অভিভাবক দের মনোরঞ্জন করে। মিশনের ট্রাস্টি বোর্ডের সদস্য গন ও উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাতা ও সম্পাদক ওসমান আলি মণ্ডল মিশনের কার্যকরীতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।