|
---|
সংবাদদাতা : উওর২৪পরগনা র নৈহাটি তে মাঝিপাড়া মোস্তফা মিশনের ১২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ১ ফেব্রুয়ারি বুধবার ,এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন গতি – র সাংবাদিক তথা মিশনের সাংস্কৃতিক সম্পাদক আয়ুব আলি, মিশনের প্রতিষ্ঠাতা ডাইরেকটর উসমান আলি মন্ডল, সভাপতি নূর মোহাম্মদ,সুপার- আবুল কালাম আজাদ, শিক্ষক শিক্ষিকাগন ও অভিভাবকবৃন্দ,সারাদিনের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং শিক্ষক বনাম ছাএদের ক্রিকেট প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা শেষে সকলকে সার্টিফিকেট ও স্মারক প্রদান করা হয়। সারাদিনের এই ক্রীড়া উৎসব বেশ আনন্দ মুখরিত হয়ে উঠেছিল।