|
---|
আয়ুব আলি : নতুন গতি: উওর২৪পরগনা র নৈহাটি বিধানসভায় মাঝিপাড়া মোস্তফা মিশন বিজ্ঞান সভা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে ২১শে মার্চ ‘বিশ্ব জল দিবস’ উপলক্ষে আয়োজিত হল মিশনের ছাত্রদের বিজ্ঞান মনস্কতা ও বিশ্ব জল দিবসের তাৎপর্য তুলে ধরা হয়, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সদস্য সমর নাথ চট্টোপাধ্যায়, উওর ব্যারাকপুর- নৈহাটি জোনের -র ঋষি বঙ্কিম বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক গোপাল চক্রবর্তী ‘বিশ্ব জল দিবসের ‘ উপর আলোচনা করেন। উপস্থিত ছিলেন মিশনের প্রতিস্ঠাতা সম্পাদক ওসমান আলি মন্ডল ও শিক্ষক শিক্ষিকা গন।