মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল অষ্টম শ্রেণীর এক ছাত্রের ।

সেখ আব্দুল আজিম : রবিবার এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটে, হুগলির পান্ডুয়া ব্লকের খন্যান, দক্ষিণপাড়া এলাকায়। মৃত ছাত্রের নাম অরিত্র ঘোষ।বয়স ১৩ বছর। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয় অরিত্রর মা। মাকে বিদ্যুৎপৃষ্ঠ হতে দেখে, বাঁচানোর জন্য ছুটে আসে বছর ১৩র ঐ কিশোর। এরপরই মাকে বাঁচালেও পাশে থাকা একটি বিদ্যুতের তারকে ধরে ফেলে অরিত্র।তখনই বিদ্যুৎপৃষ্ট হয় সে। তরিঘরি বাড়ির লোক স্থানীয়দের সহযোগিতায় অরিত্রকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। দেহ ময়না তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায় পান্ডুয়া থানার পুলিশ।এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়।