|
---|
নূর আহমেদ, মেমারি : ৬ নভেম্বর,বাজে রসুলপুর ও তালপাড়া মাল পাহাড়িয়া উন্নয়ন সমিতির পরিচালনায় দুই দিনব্যাপী ১৬ দলীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়। মূলত প্রথম আটটি মাল পাহাড়িয়া দল এবং দ্বিতীয় আটটি সাধারণ শ্রেণীর দল অংশগ্রহণ করেন। ফাইনালে মুখোমুখি হয় নওহাটি সবুজ সংঘ জুনিয়র একাদশ ১/০ গোলে পরাজিত করেন সূর্য সংঘ ফুটবল ক্লাব (কল্যাণী)কে। বিজয়ী দল কে নগদ ১৭০০০/- হাজার টাকা এবং চ্যালেঞ্জার টফি তুলে দেওয়া হয়। ও বিজেতা দলকে নগদ ১৫০০০/- হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। মাঠে উপস্থিত ছিলেন মেমারি দুই ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হরিসাধন ঘোষ এবং কুচুট অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম শেখ।
এদিন মালপাহাড়িয়া উন্নয়ন সমিতির পক্ষ হইতে শম্ভু গিরি ওগণেশ দেহরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় সারারাত্রি ব্যাপী তাদের সংস্কৃতি ও কালচার রক্ষার স্বার্থে ঝুমুর ঝুমটা নাচ গানেরনের আয়োজন করা হয় উপস্থিত মাল পাহাড়িয়া জনজাতি থেকে এলাকার সাধারণ সর্ব শ্রেণীর মানুষ হাজির হন। এদিন উপস্থিত ছিলেন,মেমারি প্রেসক্লাবের সভাপতি, সম্পাদক, ও দুই সদস্য। তাদের সম্মান জানানো ও বরণ করে নেয়া হয়।