|
---|
সম্প্রীতি মোল্লা,ভাতার : ধানের নাড়া পোড়ানোর প্রতিরোধে ভাতার ব্লক কৃষি দপ্তর কৃষকদের অবগত করার উদ্দেশ্যে বিভিন্ন সময় প্রচার ও পথনাটিকা আয়োজন করে আসছে । ধান কাটার পর অবশিষ্টাংশ জমিতে পুড়িয়ে দিলে একদিকে যেমন উপকারী জীবের বিনাশ ঘটবে ঠিকতেমনি মাটি শক্ত হয়ে যাওয়ার জন্য ফলনের পরিমাণ কমবে । বায়ু দূষণের এক অন্যতম কারণ হলো নাড়া পোড়ানো । আধুনিক কৃষি পদ্ধতিতে চাষের কাজে মেশিনের ব্যবহার বৃদ্ধি ঘটাতে হবে । তার ফলে জমিতে নারা এবং মেশিনে ধান কাটার পর কুটি পড়ে থাকছে সেগুলি পুড়িয়ে দিলেই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের জনজীবন । এই সমস্যার প্রতিরোধে ভাতার ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে মালচার মেশিনের দ্বারা কিভাবে অতি সহজে নারা গুলিকে কুটিতে পরিণত করা হয় তারা এক প্রদর্শনের ক্ষেত্রের আয়োজন করা হয় ভাতার কৃষি ফার্মে ।শুক্রবার এলাকার কৃষককের উপস্থিতিতে মাঠেতে মালচার মেশিনের মাধ্যমে নাড়াগুলিকে কুটি করে দেওয়া হয়। পরবর্তী সময়ে অতি সহজেই এই কুটিগুলি জমিতে মিশে গিয়ে মাঠে সারের মতন কাজ করবে ।
উপস্থিত ছিলেন ভাতার ব্লক কৃষি আধিকারিক বরুণ হালদার, জয়েন্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার পার্সোনাল অম্লান মন্ডল, ব্লক প্রযুক্তি প্রবন্ধক শেখ নাসিম হাসান, সহ প্রযুক্তি প্রবন্ধক শেখ সাবীর আলী, দেবনারায়ণ মল্লিক, উজ্জ্বল মন্ডল সহ এলাকার কৃষকরা ।