|
---|
বাইকে চেপে অবাধেই ঘুরে বেড়ালেন
করোনা আক্রান্ত যুবক
নতুন গতি,মালদা: বাইকে চেপে অবাধেই ঘুরে বেড়ালেন করোনা আক্রান্ত যুবক। আক্রান্ত যুবককে বাড়িতে খুঁজে পাননি স্বাস্থ্য কর্মী ও পুলিশ। অবশেষে তাকে মানিকচকের গোপালপুর থেকে উদ্ধার করে নারায়নপুর কোভিড হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। এলাকার প্রথম করোনা আক্রান্ত এই যুবকের এহেন আচরণ ঘিরে উত্তেজনা ছড়ায় গোটা কালিয়াচক-২ নম্বর ব্লকে।
কালিয়াচক দু’নম্বর ব্লকে গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার শ্রমিক মহারাষ্ট্রে কাজে যান। আক্রান্ত যুবক মানিকচকের একটি দলের সাথে 3-4 মাস আগে মুম্বাইয়ে যায়। সেখানে ছেলেটি কুলিগিরি করে জীবিকা নির্বাহ করতো। গত ১৫ মে মানিকচকের একটি দলের সাথে একটি বড় ট্রাকে করে মালদায় পৌঁছায়। শহরে সংলগ্ন এলাকায় আম বাজারে নামলে, তখনই তার লালারস সংগ্রহ করা হয়। রবিবার রাতে মহারাষ্ট্রের ওই যুবকের দেহে করোনা পজিটিভ ধরা পড়ে। খবর পেয়ে