|
---|
হাটে বসা ব্যবসায়ীদের উচ্ছেদ করল চাঁচল পুলিশ
উজির আলী,নতুনগতি,চাঁচল:১১ ই মে
সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসায়ীরা হাটে পসরা সাজিয়ে দোকান নিয়ে বসে।
সোমবার মালদহের চাঁচল ২ নং ব্লকের গৌড়হন্ড জিপির শ্যামের হাটের ঘটনা।
খবর পেয়ে ছুটে যান চাঁচল থানার পুলিশ। পরে চাঁচল পুলিশের হস্তক্ষেপে হাট তুলে দেওয়া হয় বলে খবর। যদিও ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, লকডাউনে দেড়মাস ধরে কর্মহীন,তাই হাটে বসা।
তবে এদিন চাঁচল পুলিশ হাটে উপস্থিত ক্রেতা বিক্রেতাদের কাছে পেয়ে সেই সুযোগে করোনা সচেতনতা প্রচারও চালান।