করোনা মোকাবিলায় রাজ্য সরকারের নির্দেশানুসারে আংশিক লকডাউনের সিদ্ধান্ত মালদা প্রশাসনের

নতুন গতি নিউজ ডেস্ক,মালদা: বিশ্ব মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্য সরকারের নির্দেশানুসারে আংশিক লকডাউনের সিদ্ধান্ত মালদা প্রশাসনের। আগামী মঙ্গলবার অর্থাৎ ৩০শে জুন থেকে চালু হবে নতুন নিয়মে জেলায় লকডাউন। জেলায় করোনা পরিস্থিতি নিয়ে মালদা জেলা প্রশাসন ভবনে সভাকক্ষে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়।সারাদেশের সঙ্গে মালদা জেলাতেও হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

    এই পরিস্থিতিতে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, ইংরেজবাজার পৌরসভা, জেলা বণিকসভা এবং অন্যান্য সংগঠনের প্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় প্রশাসনিক ভবনে।উপস্থিত ছিলেন, জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া,মালদা সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো, ইংরেজবাজার পৌরসভার প্রশাসক তথা বিধায়ক নীহার রঞ্জন ঘোষ, প্রশাসক মন্ডলীর সদস্য দুলাল সরকার, পুরাতন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ,প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু সহ অন্যান্য আধিকারিক ও সংগঠনের সদস্যরা।করোনা মোকাবিলায় প্রায় তিন মাস ধরে চলেছে লকডাউন পরিস্থিতি।

    গত কয়েক দিনে জেলায় বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে কীভাবে তার মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনা হয় বৈঠকে। জেলার বিভিন্ন প্রান্তে মানুষকে সচেতন করা হবে প্রশাসনের পক্ষ থেকে। আগামী মঙ্গলবার থেকে সকাল ১০টা পর্যন্ত খোলা থাকবে মাছ বাজার এবং সবজি বাজার। বেলা ৩টার পর বন্ধ থাকবে সমস্ত বাজার। বাড়ির বাইরে বেরোলে ব্যবহার করতে হবে মাস্ক এবং মানতে হবে সামাজিক দূরত্ব। সকাল ১০টার পর সবজি বাজার খোলা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে পুলিশ। লকডাউনে কোন জায়গায় একসাথে ৭জনের বেশি আড্ডা মারতে পারবে না।

    বিকেল তিনটার কোথাও জমায়েত করা যাবে না।এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই বৈঠকে।
    এই বিষয়ে জেলাশাসক রাজর্ষি মিত্র জানান, গত কয়েকদিনে জেলাতেও বেড়েছে করুন আক্রান্তের সংখ্যা। রবিবার প্রশাসনিক আধিকারিক, ইংরেজবাজার পৌরসভা এবং মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সদস্যদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী মঙ্গলবার থেকে নতুন কিছু নিয়ম করা হবে।

    মাছ বাজার এবং সবজি বাজার সকাল ১১ টার মধ্যে বন্ধ করতে হবে। বাপি বাজার বিকেল তিনটে পর্যন্ত খোলা থাকবে। বাজার চলাকালীন ৭ জনের বেশি জমায়েত করা যাবে না কোথাও। মানুষকে সচেতন করতে মাইকের মাধ্যমে প্রচার করা হবে।মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু জানান, আগামী মঙ্গলবার থেকে সকাল ১০ টা পর্যন্ত খোলা থাকবে মাছ এবং সবজি বাজার। অন্যান্য বাজার খোলা থাকবে বিকেল তিনটা পর্যন্ত। জেলায় বেড়েছে করণ আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তিনি।