বিশ্ব পরিবেশ দিবসে মালদাকে বাঁচাতে জলাজমি ভরাট করা এবং গাছ কেটে ফেলার বিরুদ্ধে আন্দোলনের ডাক দিল পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের মালদা শাখা

নতুন গতি নিউজ ডেস্ক : বিশ্ব পরিবেশ দিবসে মালদাকে বাঁচাতে জলাজমি ভরাট করা এবং গাছ কেটে ফেলার বিরুদ্ধে আন্দোলনের ডাক দিল পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের মালদা শাখা। বিজ্ঞানমঞ্চের জেলা সম্পাদক সুনীল দাস বলেন, সামান্য বৃষ্টিতেই শহর জলে ডুবছে। কারণ বড় বড় জলাভূমিগুলি মাফিয়ারা গায়ের জোরে বুজিয়ে দিচ্ছে। এই প্রবণতা রুখতে গণআন্দোলন দরকার। এছাড়াও করোনা পরিস্থিতিতে অক্সিজেনের গুরুত্ব বুঝেছেন সকলেই। তাই বিশুদ্ধ অক্সিজেন পেতে আর বেশি গাছ লাগানোর ডাক দেন বিজ্ঞানমঞ্চের কর্মীরা। এদিন বিজ্ঞানমঞ্চের পরিবেশ বাঁচাও আন্দোলনে সামিল হয়েছে আরও কয়েকটি সংগঠন। সকলে একসঙ্গে এদিন শহর জুড়ে গাছ লাগান। হাজির ছিলেন উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক – ২ অমিতাভ মণ্ডল। বিজ্ঞানমঞ্চের শিবিরে করোনা পরীক্ষা করাতে আসা মানুষদের মধ্যেও গাছের চারা বিলি।করেন তারা।