|
---|
মহঃ রিপন, মুরারই :
তৃতীয় দফা লোকসভা ভোটে ফের সংঘর্ষে জড়ালো বিজেপি ও শাসক দল।মালদা উত্তর লোকসভা কেন্দ্রের চাঁচোল বিধানসভা কেন্দ্রের ২১৬ নম্বর বুথে উত্তেজনা। প্রাথমিক বিদ্যালয় বুথের বাইরে ব্যাপক বোমাবাজি চলে। গুলি চালানো হয় বলে অভিযোগ। শাসকদল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বিশাল পুলিস বাহিনী। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এলাকা থেকে তাজা বোমা উদ্ধার করেছে পুলিস। মুখে কালো কাপড় বেঁধে কয়েকজন যুবক রাস্তার ওপর ব্যাপক বোমাবাজি করে বলে স্থানীয় সূত্রে অভিযোগ।