জাতীয় শিশু কন্যা সপ্তাহ উৎযাপন হল মালদহের চাঁচলে

সফিকুল আলম, চাঁচল: মালদহের চাঁচল ১ নং ব্লকের কলিগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভগবতী পুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প এর পরিচালনায় এবং চাইল্ড ইন নীড ইন্সটিটিউট এর সহযোগিতায় জাতীয় শিশু কন্যা সপ্তাহ উৎযাপন হল সোমবার দিন। উল্লেখ্য এই দিন আমার চোখে সেরা আমি,সবার থেকে দামী আমি ও কন্যা তুমি গর্ব আমার,বাঁচুক তোমার সব অধিকার এই স্লোগান কে সামনে রেখে জাতীয় শিশু কন্যা সপ্তাহ উৎযাপন হয়।তবে ২৪ জানুয়ারি কন্যাশ্রী দিবস থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পালন করা হয়। এদিন ওই এলাকার প্রায় ৭০ জন কিশোরী মেয়েদের নিয়ে নানান কর্মসূচির মধ্য দিয়ে এই দিন টি উৎযাপন হলো।

    এই দিন উপস্থিত ছিলেন চাইল্ড ইন নীড ইন্সটিটিউট এর অ্যাসিসট্যান্ট ডিরেক্টর জয়ন্ত চৌধুরী,জেলার চাইল্ড ইন নীড ইন্সটিটিউট এর DTFO দেবজ্যোতি দে,চাইল্ড ইন নীড ইন্সটিটিউট প্রজেক্ট কো অর্ডিনেটর রোজিনা খাতুন , অঙ্গরওয়ারি কর্মী গণ সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী গণ।