|
---|
নতুন গতি, ওয়েব ডেস্ক : শিক্ষা মন্ত্রী প্রতিশ্রুতি দিলেও এখনো পর্যন্ত সেই আশ্বাস পূরণ হয়নি উপরন্তু দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে ভোটের আগে কাউকে স্থায়ীকরণ করা হবে না। ফলে 75 দিন টানা অনশনের পর ফের কর্মবিরতি শুরু করেছেন পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির মালদা কলেজ ক্যাজুয়াল কর্মীরা। সোমবার থেকে তাদের কর্মবিরতি শুরু হয় মঙ্গলবার ছিল তাঁর দ্বিতীয় দিন বুধবার পর্যন্ত এ কর্মসূচি চলবে। মালদা কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের 62 জন কর্মী এই কর্ম বিরতি তে শামিল হয়েছেন।
পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এম্প্লয়িস সমিতির মালদা শাখার আহ্বায়ক তনয় কুমার ভট্টাচার্য্য জানান আমাদের দাবি নিয়ে আমরা এর আগে পঁচাত্তর দিন মালদা কলেজের গেটের সামনে অনশনে বসেছিলাম রাজ্য শিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রী আশ্বাসে আমরা অনশন তুলে নিই পাশাপাশি 6 ফেব্রুয়ারি আমাদের দাবি নিয়ে আমরা বিধানসভা অভিযান করেছিলাম তখন শিক্ষা দপ্তর থেকে আমাদের জানানো হয় ভোটের আগে আমাদের স্থায়ী করণ করা হবে না। যা হবার ভোটের পর হবে। তাই আমাদের স্থায়ীকরণের দাবি নিয়ে আমাদের সংগঠনের রাজ্য নেতৃত্তের নির্দেশ অনুযায়ী তিন দিনের জন্য আমাদের কর্মবিরতি শুরু হয়েছে। আগামীকাল 10 ফেব্রুয়ারি ইংরেজবাজার শহরের d.s.a. ময়দানে মাননীয়া মুখ্যমন্ত্রী জনসভায় আসবেন আমরা সেখানেও তার সাথে দেখা করার চেষ্টা করব এবং আমাদের সমস্যার কথা জানাবো।