|
---|
উজির আলী,মালদা: মালদা জেলা পরিষদের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে বিদায়ী জেলা শাসক কৌশিক ভট্টাচার্যকে সংবর্ধনা জানালো হল। পাশাপাশি নূতন জেলা শাসক রাজশ্রী মিত্রকে স্বাগত জানানো হল। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মণ্ডল , উপস্থিত ছিলেন জেলা পরিষদের সকল কর্মাধক্ষ্য এবং জেলা পরিষদের সদস্য ও সদস্যাবৃন্দ ও জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক। এই দিনের অনুষ্ঠান সম্পর্কে মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মণ্ডল বলেন, আমাদের মালদার বিদায়ী জেলা শাসক কৌশিক ভট্টাচার্য তার কর্মজীবনের অঙ্গ হিসাবে বদলী হয়ে যাচ্ছেন তাই জেলা পরিষদের পক্ষ থেকে শ্রী ভট্টাচার্যকে সংবর্ধনা জানালো হল। পাশাপাশি নূতন জেলা শাসক রাজশ্রী মিত্রকে স্বাগত জানানো হল। তিনি বলেন কাজের মধ্য দিয়ে কৌশিক ভট্টাচার্য আমাদের কাছের মানুষ হয়ে উঠেছিলেন। তিনি আরও বলেন যে জন প্রতিনিধিদের সাথে সরকারী আধিকারিকদের সাথে মেলবন্ধনের মধ্য দিয়ে কাজ করতে শিখিয়েছেন। তাই তিনি চলে যাওয়াতে আমরা ব্যাথিত কিন্তু সরকারী নিয়মানুযায়ী তাকে বিদায় দিতে হবে। তার আগামী জীবন শুখে শান্তিতে কাটুক এবং আগামীতে তিনি আরও উন্নতি লাভ করুন আমরা সেই কামনা করি।