|
---|
উজির আলী,নতুন গতি, মালদা:১৬ ফেব্রুয়ারি আর কয়েক মাস বাদেই রাজ্যে বিধানসভা নির্বাচন।বিরোধী-শাসকের তর্জায় সরগরম রাজ্যের রাজনৈতিক মহল।সব দলগুলিই নিজের সংগঠন গোছাতে ব্যস্ত।
বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে ব্লক কমিটির পর এবার অঞ্চলে কমিটি গড়ল তৃণমূল যুব কংগ্রেস।মঙ্গলবার মালদহের চাঁচল-১ নং তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে নেতাজি মোড়ের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে নয়া অঞ্চল কমিটির নাম ঘোষনা করা হয়।চাঁচল-১ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জয়ন্ত দাস বলেন,
আজকে চাঁচল-১ ব্লকের ৬ টি অঞ্চলে মোট ১৪০ জনের কমিটি তৈরী করা হল।
বিধানসভা নির্বাচনে শাসকদলের হয়ে অঞ্চল কমিটির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।ভোটের আগে তাই তড়িঘড়ি এই উদ্যোগ।তবে চাঁচল ও অলিহন্ডা অঞ্চলের কমিটি গঠন করা হয়নি! দুটি অঞ্চলের কমিটি ঘোষনা শীঘ্রই হবে।