মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে মালদা শহরে ঐতিহাসিক মহামিছিল

নতুন গতি,মালদা,২৩ ডিসেম্বর : শুভেন্দু অধিকারীর দলবদলের ঘটনায় যখন ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস, ঠিক সেই সময় কৃষি বিলের প্রতিবাদ সহ কেন্দ্র সরকারের বিরুদ্ধে মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে মালদা শহর জুড়ে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক মহামিছিল।
যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাসের নেতৃত্বে মালদা কলেজ ময়দান থেকে এই ঐতিহাসিক মিছিল শুরু হয়।সেই মিছিলকে ঘিরে জনজোয়ারে ভাসল মালদা শহর।
মিছিল সারা মালদা শহর পরিক্রমা করে। জেলার প্রতিটি ব্লক থেকে হাজার হাজার যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা অংশ নিয়েছিলেন এই মিছিলে।
মিছিলে পা মেলান তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃবৃন্দ।
মিছিল শেষে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মৌসম নূর, চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তৃণমূল কংগ্রেসের জেলা কো-অর্ডিনেটর দুলাল সরকার, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সরকার, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস, তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মানব ব্যানার্জি সহ অন্যান্যরা।
প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন তৃণমূল নেতৃত্ব।
আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সকলকে একত্রিত হওয়ার ডাক দেন জেলা সভানেত্রী মৌসম নূর ও যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্য নেতৃত্ব।