|
---|
মোথাবাড়ি,মালদা: উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের উপসমিতি পরিবর্তনের জন্য অনাস্থা ডেকেছে বিক্ষুব্ধ সংখ্যাধিক্য পঞ্চায়েত সদস্যরা। পঞ্চায়েতের সমস্ত উপসমিতি পরিবর্তনের জন্য অনাস্থা আনলেও লকডাউনের অজুহাতে আস্থা ভোট করতে পারছিলেন না বিডিও সঞ্জয় ঘিষিং।
যদিও আনলক ওয়ানে অন্যান্য জায়গায় প্রশাসক নির্বাচিত হলেও গড়িমসি করা হচ্ছে উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে বলে অভিযোগ করেছেন বিক্ষুব্ধ সদস্যরা। বৃহস্পতিবার সংশ্লিষ্ট কালিয়াচক ২ নম্বর ব্লকের বিডিও সঞ্জয় হিসিং এর কাছে গিয়ে ক্ষোভ দেখান সদস্যরা।
সংশ্লিষ্ট ব্লকের উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে ১৮ জন সদস্যের মধ্যে ১২ জন সদস্যই চারটি উপসমিতি বিরুদ্ধে পঞ্চায়েতের অনাস্থা প্রস্তাব এনেছেন। বিডিও সঞ্জয় ঘিসিং সংখ্যাগরিষ্ঠ সদস্যদের খুব শীঘ্রই উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে উপ সমিতি পরিবর্তনের জন্য আস্থা ভোটের আয়োজন করবেন বলে তাদের প্রতিশ্রুতি দিয়েছেন।