মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের মাকাইয়া, শিরিসবোনা এলাকার বাসিন্দা। নিজেরা আর্থিক সহায্য দিয়ে দাঁড়ালেন দু:স্থ মানুষদের পাশে।

নতুন গতি নিউজডেস্ক: কেউ সংসারের হাল ধরতে ভিনরাজ্যে গিয়ে এখন ব্যবসায় প্রতিষ্ঠিত। কেউ অন্যত্র অধ্যাপক, কেউ পুলিশে চাকরি করেন। কেউ আবার এলাকাতেই ব্যবসা করেন। কুন্তু লকডাউনে মানুষের দুর্দশা দেখে স্থির থাকতে পারেননি নয় বন্ধু আবুজার আলি, নুরুল ইসলাম, আলমগির, রবিউল ইসলাম, আসগর আলি, মাসুদ আলি, নুরুল আমিন। জিয়াউল হক, মহম্মদ ইসমাইলরা। এরা প্রত্যেকেই মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের মাকাইয়া, শিরিসবোনা এলাকার বাসিন্দা। নিজেরা আর্থিক সহায্য দিয়ে দাঁড়ালেন দু:স্থ মানুষদের পাশে। শনিবার হরিশ্চন্দ্রপুর, চাঁচল ও রতুয়ার ৩০০ পরিবারের হাতে তুলে দিলেন খাদ্যসামগ্রী। আবুজার শ্রমিকের কাজ করতে দিল্লি গিয়ে এখন নিজে গ্রিল কারখানার মালিক। নুরুল ইসলাম জিআরপি কর্মী। মহম্মদ ইসমাইল হরিরামপুর কলেজের অধ্যাপক। তারা বলেন, এলাকার মানুষের দুর্দশার কথা ভেবে সাধ্যমতো সাহায্য করেছি। প্রয়োজনে আবারও সাহায্য করব।