|
---|
উজির আলী, মালদা : বাংলা থেকে বিহারে মদ পাচারের পথে এক যুবককে গ্রেফতার করলো মালদা হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃতর হেফাজত থেকে উদ্ধার হয়েছে ১ লাখ ২৬ হাজার টাকার মদের বোতল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে ধৃতের নাম রবি সাহা (৩৮), বাড়ি কুমেদপুর তালগ্রাম এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর কুমেদপুর তালগ্রাম এলাকা থেকে মদ সংগ্রহ করে ট্রেনে করে নিয়ে যেত বিহার। এই সময় মালদা হরিশ্চন্দ্রপুর নাকা চেকিংয়ে চেক করার সময় এই যুবককে সন্দেহ হয়। আটক করে মালদা হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ।ব্যাগ খুলে তল্লাশি চালাতে নামি দামি কোম্পানির মদের বোতল উদ্ধার হয়। ধৃতকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।