গবেষণা মূল্যায়নে আন্তর্জাতিক অঙ্গনে কালিয়াচক কলেজের অধ্যক্ষ

মালদা: আন্তর্জাতিক ক্ষেত্রে পিএইচডি থিসিস পরীক্ষকের দায়িত্ব পেয়ে কালিয়াচক কলেজের অধ্যক্ষ , প্রফেশ্বর নাজিবর রহমান মালদা জেলা তথা গৌড় বঙ্গের গৌরব বৃদ্ধি করেছেন।

    বাংলাদেশের স্বনামধন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পিএইচডি থিসিস এর এক্সামিনার হিসাবে ডক্টর রহমানের কাছে চিঠি আসে গত মাসে । গবেষণাপত্রের বিষয়বস্তু ছিল দ্য কোশ্চেন অফ কালচারাল রিপ্রেজেন্টেশন অফ দ্য বেঙ্গলি ডায়াসপোরা রাইটিংস : অ্যান এক্সপ্লোরেশন ইনটু দ্য হোম ন্যারেটিভস্ ফ্রম ভারতী মুখার্জী এন্ড ঝুম্পা লাহিরি। মূলত বাংলা থেকে এমনকি কলকাতা থেকে যারা ইউরোপ-আমেরিকায় কর্মসূত্রে প্রবাসী হয়েছেন তাদের আবেগ, অনুভূতি, দেশের শিকড়ের টান , বিদেশের পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো , এ বিষয় গুলি নিয়ে এটি একটি অনন্য গবেষণা ।

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণা সম্বন্ধীয় কমিটি ডক্টর রহমানের মূল্যায়ন পত্র পাওয়ার পরই তাকে আবার ডিফেন্স বা মুখোমুখি পরীক্ষার জন্য অন্যতম পরীক্ষক হিসেবে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। আগামী পহেলা ফেব্রুয়ারি তিনি করনা বিধি মেনে সশরীরে পরীক্ষকের দায়িত্ব পালন করতে পৌঁছাবেন বলে জানা গেছে। এই খবরে জেলার শিক্ষা মহলে প্রশংসার বাতাস বইছে।

    মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মালদার অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে উল্লেখ করেছেন এখানকার বিশ্ববিদ্যালয় যাতে বাইরের বিশ্ববিদ্যালয়গুলির সাথে মৌ স্বাক্ষর করে পঠন পাঠন ও গবেষণা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ডক্টর নজিবর রহমানের এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়ার সূচক হতে পারে। তিনি আশা প্রকাশ করেছেন ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ আগামী দিনে বিশ্ববিদ্যালয় বা মহাবিদ্যালয় এর প্রতিভাবান শিক্ষকদের গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষা ও গবেষণার কাজকে প্রসার করে মুখ্যমন্ত্রীর নির্দেশকে সামনে রেখে সদর্থক পদক্ষেপ গ্রহণ করবেন।