নিজের বাড়িতে বাগান তৈরি করে হইচই ফেলে দিয়েছে নেট দুনিয়ায় মালদার যুবক

মালদা: দিতে চান সমাজকে বার্তা। তাই নিজের বাড়ির ছাদেই ফুল ও ফলের বাগান গড়লেন মালদা মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা এলাকার কাশিমবাজারের সেন্টু খান।

    ছোট্ট থেকেই ফুল ফল ও বিভিন্ন গাছ লাগানোর নেশা সেন্টুর। বাবা ছিল রেলের কর্মী ছোটবেলা বাজারের টাকা বাঁচিয়ে ফুলের গাছ নিয়ে গিয়ে বাড়িতে লাগাতো। সেন্টু ছাদের বাগানে বর্তমানে শতাধিক ফল ও ফুল রয়েছে।

    আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে লোক ছুটে আসছে সেন্টুর বাড়িতে। ‘ফুল ও গাছ পাগল’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হয়ে উৎসাহ পায় সেন্টু। আর এই গ্রুপে রয়েছে জেলা তথা রাজ্যের বিভিন্ন ফুলপ্রেমী মানুষ। সেই গ্রুপে ফুলের ছবি পোস্ট সেন্টু মোটামুটি সোশ্যাল মিডিয়ায় ফেমাস হয়ে গেছেন ।

    তার ইচ্ছা হটিকালচার থেকে সাহায্য পেলে সে এটাকে বাণিজ্য ভিত্তিক একটি রোজগারের জায়গা তৈরি করতে পারবে। মূলত সমাজকে জঞ্জালমুক্ত করে সৌন্দর্যময় করার উদ্দেশ্য ও বার্তা দিতেই তিনি তার এই ফুলের বাগান সাজিয়েছেন।