মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বদলের অভিযোগ

 

    নতুন গতি,মালদা, ২০ মার্চ:
    মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃ মা বিভাগ থেকেই এক সদ্যোজাত শিশু বদলের অভিযোগ করলেন প্রসূতির পরিবার। ঘটনাকে ঘিরে প্রসূতির পরিবার ও হাসপাতালের নিরাপত্তারক্ষীদের মধ্যে বচসা ও হাতাহাতি ঘিরে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। পরে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার ওই অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযোগ, প্রসব যন্ত্রণা নিয়ে শুক্রবার বিকেলে মাতৃ মা বিভাগে ভর্তি হন কালিয়াচকের জালালপুরের বাসিন্দা চুমকি চৌধুরী (১৯)। সেদিন সন্ধ্যায় একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি। হাসপাতালের নথিতেও পুত্র সন্তানের কথা উল্লেখ করা হয়। অথচ শুক্রবার রাত ন’টা নাগাদ কর্তব্যরত নার্সকর র্মীরা চুমকির হাতে একটি কন্যা সন্তান তুলে দেন। এরপরই ওই প্রসূতি অভিযোগ করেন তার পুত্র সন্তানকে চুরি করা হয়েছে। চুমকির আত্মীয় রিমা চৌধুরী জানান, চুমকির স্বামী জয়ন্ত চৌধুরী মুম্বইয়ে দিন মজুরের কাজ করেন। প্রসব যন্ত্রণা ওঠায় তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পুত্র সন্তানের জন্ম দিলেও তাদের জানানো হয় কন্যা সন্তান হয়েছে। এই বিষয়ে তারা এমএসভিপি-র কাজে শিশু বদলের অভিযোগ জানাবেন তারা।