|
---|
মালদা: ৪ নাবালিকাকে উদ্ধার করে ইংলিশ বাজার পুলিশের হাতে তুলে দিল মালদার মিনি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন দুপুর বেলা প্রায় একই বয়সী 4 নাবালিকাকে রথবাড়ি এলাকায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় সদস্যদের। তারপর ওইখানে নাবালিকাকে উদ্ধার করে অ্যাসোসিয়েশনের অফিস ঘরে এসে বসান। তখন কিছুই না বুঝতে পেরে উদ্ধার হওয়া নাবালিকারা কাঁদতে শুরু করে। জানা গেছে কালিয়াচকের হারু চকে তাদের বাড়ি। সেখান থেকে মোথাবাড়ি এলাকায় মামার বাড়ি যাচ্ছিল সবাই। মামা বাড়ি যাবার পথে তার একটা গাড়িতে চড়ে বসে। এদিকে গাড়িটি মোথাবাড়ি না নিয়ে গিয়ে ইংরেজবাজার শহরের রাজবাড়ীতে তাদের নামিয়ে দেয়। মালা মিনি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য চালু শেখ জানান, ওই নাবালিকাদের বয়স ৮থেকে ১০ এর মধ্যে হবে। ওদের ঘোরাফেরা করতে দেখে আমাদের সন্দেহ হয়। ওয়েব আমাদের অফিসে নিয়ে এসে বসিয়ে বিস্কুট খাওয়াই তারপর একে একে বাড়ির ঠিকানা জানতে পারি। বাড়িতে খবর দেওয়া হয় পাশাপাশি ইংলিশবাজার থানার পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।